সেতু সংস্কার না হওয়ায় কারণে মরণফাঁদে পরিণত হচ্ছে সিতাইয়ের বিজয়বৈদ্য সেতু
2024-05-12
নিজস্ব প্রতিনিধি : জাহাঙ্গীর আলম-:সেতুর যা অবস্থা, তাতে যে কোনও দিন ভেঙে পড়ে একটা দূর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন গ্রামবাসীরা। সেতুর লোহার খুঁটিতে মরচে ধরেছে। বিভিন্ন অংশে গর্ত তৈরি হয়েছে এমনকি সেতু সংযোগ রাস্তারও বেহাল দশা। আমরা কথা বলছি! সিতাই ব্লকের ব্রহ্মত্তরচাত্রা অঞ্চলের গাবুয়া গ্রামের অন্তর্গত কালিরহাট থেকে সিতাইমুখী রাস্তায় থাকা বিজয়বৈদ্য সেতুর। প্রায় কুড়ি বছর আগে এই লোহার সেতুটি নির্মাণ করা হয়। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বিপদজনক হয়ে আছে এই সেতু, বিপদজনক অবস্থার মধ্যেই প্রতিনিয়ত চলছে যান চলাচল। চলছে অবাধে ভারী যানবাহন, তবুও প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো নিষেধাজ্ঞা, সাবধানতার বোর্ড। গ্রামবাসীদের অভিযোগ, শীঘ্রই এই সেতু সংস্কার না হলে যে কোনোদিন ভেঙে পড়বে। সেতুর নিচের লোহার খুঁটি সবকটিতে মরচে পড়ে আছে, কতগুলি খুঁটি ঝুলে আছে। এমত অবস্থায় সেতু সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামের বাসিন্দা সহ সেতুর উপর পারাপার হওয়া মানুষজন। এবিষয়ে সিতাইয়ের বিডিও নিবিড় মন্ডল জানান, সেতুটির ব্যাপারে খোঁজ খবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।