Monday 23 December 2024
2024-12-15 | কোচবিহার,রাজনীতি | Sahin Bangla | Views : 559615397
মালদা:- এবারে বিরোধী দল কংগ্রেসের ৪ জন পঞ্চায়েত সদস্য, ও বিজেপির ২ জন পঞ্চায়েত সদস্য সহ প্রায় ৫০০ জন কর্মী তৃণমূলে যোগদান করলেন।মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মোথাবাড়ির প্রধান কার্যালয়ে তৃণমূলের এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানেই রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতেই কংগ্রেস ও বিজেপি দল ছেড়ে আসা নেতা কর্মীরা তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন । যোগদান শিবিরে উপস্থিত হয়ে তৃণমূলের দলীয় ঝান্ডা হাতে তুলে নেন । এরফলে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের অনেকটাই সংগঠন মজবুত হবে বলেও দাবি করেছেন স্থানীয় দলীয় নেতৃত্ব । এদিনের এই যোগদান শিবিরে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক ২ ব্লক তৃণমূলের সভাপতি ফিরোজ শেখ তৃণমূল নেতা হাসিম উদ্দিন আহমেদ সহ বিশিষ্টজনেরা। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, বিজেপি , কংগ্রেস , দল থেকে 6 জন পঞ্চায়েত সদস্য সহ এদিন প্রায় ৫০০ জন কর্মী তৃণমূলে যোগদান করেছেন। এতদিন এরা বিরোধী দলে থেকেও যোগ্য মর্যাদাটুকু পান নি । এছাড়াও মুখ্যমন্ত্রীর উন্নয়নের ওপর ভরসা করেই তাঁরা তৃণমূলকেই বেছে নিয়েছেন। এদিন একটি জনসভার মাধ্যমে এই যোগদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে যোগদানকারী বিরোধী দলের নেতা কর্মীদের হাতে তৃণমূলের ঝান্ডা তুলে দেওয়া হয়।