Monday 1 September 2025
2024-05-28 | কোচবিহার,পড়াশোনা | Sahin Bangla | Views : 117869900
নিজস্ব সংবাদদাতা : আজ কোচবিহার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দ্বারা কোচবিহার আল আকবার মডেল মিশন এর গার্লস ক্যাম্পাসে ছাত্রীদের নিয়ে এক আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় ।উক্ত সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা সচিব স্বরজিৎ রায় ,ও পি এল ভি জাকির হোসেন সঞ্জিত দেবনাথ । এছাড়া উপস্থিত ছিলেন আল আকবর মডেল মিশনের উপদেষ্টা মোঃ আকবর আলী মিঁয়া, আল আকবর মডেল মিশনের বয়েজ ক্যাম্পাসের প্রধান শিক্ষক মোঃ আমিনুর হক ও গার্লস ক্যাম্পাসের প্রধান শিক্ষক সাহিন খান মহাশয় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। মিশনের ছাত্রীদের উদ্দেশ্যে জেলা সচিব স্বরজিৎ রায় মেয়েদের নিরাপত্তা বিষয়ে, মেয়েদের বিয়ের বয়স ও মেয়েরা কি ভাবে ফ্রিতে কি কি বিষয়ের উপর আইনি সহায়তা পাবে সে ব্যাপারে খুব সুন্দর আলোচনা করেন এবং যেকোনো সময় তাদের দ্বারস্থ হতে বলেন এছাড়াও বয়েজ মিশনের প্রধান শিক্ষক ছাত্রীদের উপর শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরেন।