Monday 1 September 2025
2025-03-13 | রাজ্য,ধার্মিক খবর | Sahin Bangla | Views : 1728527115
মতুয়া সংঘাধিপতি ও রাজ্যসভায় সাংসদ মমতা বালা ঠাকুরের নির্দেশে এবং জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যামের সহযোগিতায় ৩২ তম বর্ষে পদার্পণ করল শ্রী শ্রী শান্তি হরিচাঁদ মন্দির বাৎসরিক উৎসব। উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা সাংসদ পার্থ ভৌমিক জগদ্দল বিধানসভা বিধায়ক সোমনাথ শ্যাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তি ফাউন্ডেশনে কর্ণধার পায়েল ঘোষ (বড়ুয়া), জগদ্দল থানার আইসি মহাবীর বেরা সহ তৃণমূল কংগ্রেসের একাধিক জনপ্রতিনিধি ও নেতৃত্ববৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মতুয়া ধর্ম প্রচারক নান্টু হালদার। এছাড়া এই অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত প্রায়ই শতাধিক পাগল ঘোষাই দলপতিবৃন্দ।