Monday 1 September 2025
2025-02-03 | কোচবিহার,বিনোদন | Sahin Bangla | Views : 171492450
কোচবিহার কলেরপাড় প্রেরণা সংঘের সরস্বতী পুজোর অভিনব মণ্ডপ বানিয়ে তাক লাগালো । এবার আকর্ষণীয় থিম সংবাদ প্রবাহ পুরনো খবরে কাগজ পাটের চট আর নানা ঐতিহাসিক তথ্যের মাধ্যমে তুলে ধরেছে সংবাদপত্রের বিবর্তন এবং সময়ের পরিবর্তন সমাজের নানা গল্প সময়ের স্রোতে হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্তের প্রতি ছবি সংবাদপত্রের মাধ্যমে গড়ে ওঠা সমাজ ও সাংস্কৃতিক প্রতিছবি।