Monday 23 December 2024
2024-12-08 | কোচবিহার,সিটিজেন রিপোর্টার | Sahin Bangla | Views : 1167058891
ডিজিটালের প্রসারকে তরান্বিত করে রাজ্যে শিল্প উন্নয়নের উপর জোর দিয়ে বিশেষ আলোচনা সভা ও সমাবেশ করল ওয়েষ্টবেঙ্গল মিডিয়া ফোরাম। রবিবার উত্তরবঙ্গজোনের সাংবাদিকদের নিয়ে এই আলোচনা চক্র এবং রাজ্যের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এদিন অনুষ্ঠানের পাসাপাসি শিলিগুড়িতে সিটি অফিসের সুচনা করা হয়। এছাড়াও আগামী ২২ তারিখ থেকে ৪ দিনের দক্ষিনবঙ্গ জোনের আলোচনা চক্র অনুষ্ঠিত হবে বোলপুরে। এদিন শিলিগুড়ি ফুলবাড়িতে একটি বেসরকারী মলে এই আলোচনাচক্র করা হয়, পজিটিভ বার্তার কর্ণধার এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আজকের যুগ্ম আহ্বায়ক মলয় পিট সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে শুরুতে অতিথিদের সম্বর্ধনা প্রদান করা হয়। এরপর প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সুচনা হয়। সেইসাথে সাংবাদিকদের নানান সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পাসাপাসি তাদের মুখ থেকে পরিচিতি পর্বের সাথে সাথে নানান সমস্যাও স্বল্প আকারে শোনা হয়। এছারাও এই ফোরাম আগামীদিনে কি করতে চায়, তা সাংবাদিকদের সামনে স্পষ্ট করা হয়। পাসাপাশি শুধু সাংবাদিকতাই নয় এই মহত উদ্দেশ্যকে পেশাগত দিক থেকে বিশ্লেষন করে আয়ের উৎস কিভাবে নির্ধারণ করা হবে তাও জানানো হয়। প্রসঙ্গত যারা জিরো গ্রাউন্ড থেকে সংবাদ সংগ্রহ করে খুব কমসময়ে সাধারনের সামনে তুলে ধরে, তারা সাংবাদিক। কিন্তু সময়ের সাথে বদলেছে সাংবাদিকতার ধরন প্রথমে বিভিন্ন পত্র পত্রিকাতে সংবাদ পরিবেশিত হলেও সময়ের সাথে সেই জায়গা দখল করে নেয় বোকাবাক্স বা ইলেকট্রনিক মিডিয়া। তবে বর্তমানে মানুষ বোধ হয় সময়ের আরও আগে ছুটতে চায়। তাই সেইজায়গায় জায়গা হয়েছে ডিজিটাল মাধ্যমের। তবে বর্তমানে এই মাধ্যমে সাংবাদিকরা কাজ করলেও তারা প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন বরাবরই। সরকারী সাহায্য তো দূরস্ত সাংবাদিকরা নিজেদের অধিকার আদায়ের জন্য এই লড়াইয়ে সামিল।