Monday 1 September 2025
2025-02-10 | কোচবিহার,পড়াশোনা, | Sahin Bangla | Views : 705432401
মাধ্যমিক পরীক্ষার এডমিট হাতে পেলো হলদিবাড়ি হাইস্কুলের এক মেধাঅবশেষেবী ছাত্র। রবিবার হলদিবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসে সে তার এডমিট কার্ড সংগ্রহ করে। প্রসঙ্গত উল্লেখ্য এবছর স্কুলের ৩০০জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৯জনের এডমিট কার্ড পায়।শুধুমাত্র শুভ রায় এর এডমিট আসেনি। এদিকে এক মেধাবী ছাত্র এডমিট না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে হলদিবাড়ির শিক্ষানুরাগী সহ বিভিন্ন মহল। জানা যায় পোর্টালে জন্য কোচবিহার জেলায় মোট 13 জন মাধ্যমিকের এডমিট পাইনি। এই নিয়ে হাইকোর্ট পর্যন্ত গড়ায় বিষয়টি। শেষে হাইকোর্টের নির্দেশে পোর্টাল খুলে দেওয়া হয়। যারা এডমিট পায়নি এডমিট এর জন্য এপ্লাই করে। এর জন্য অবশ্য স্কুল কর্তৃপক্ষকে ফাইন ভরতে হয়। রবিবার সকালে দার্জিলিং মেলে করে এডমিট এসে পৌঁছয় হলদিবাড়ি হাই স্কুলে। তারপর সকাল ১১:৩০ নাগাদ ওই ছাত্রের হাতে এডমিট তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ। এডমিট পাওয়ার পর খুশি ওই ছাত্র সহ তার বাবা মা স্কুল কর্তৃপক্ষ সহ তার শুভাকাঙ্ক্ষীরা।