Monday 23 December 2024
2024-07-05 | কোচবিহার,রাজনীতি | Sahin Bangla | Views : 585704834
আজ ৫ই জুন কোচবিহার ডি এম অফিসের কনফারেন্স রুমে নস্যশেখ ডেভেলপমেন্ট বোর্ড এর একটি মিটিং হয়। বেশীরভাগ সদস্য ভিডিও কনফারেন্সে অংশ নেন এবং দুজন প্রত্যক্ষ উপস্থিত থাকেন। কোচবিহার ডি এম এই বোর্ডের চেয়ারম্যান। তাঁর সভাপতিত্বে এই মিটিং হয়। এই মিটিং এ উপস্থিত ছিলেন সদস্য বজলে রহমান ও মিন্টু আলী মন্ডল। বজলে রহমান জানায় যে ২ কোটি Nashy sekh board কে পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে সেই টাকা কিভাবে কোন কোন স্কিমের মাধ্যমে মানুষের মধ্যে বন্টন করা যাবে তার রূপরেখা ডি এম সাহেব আজ board সদস্যদের বুঝিয়ে দেন।