Monday 1 September 2025
2025-03-13 | রাজ্য,স্বাস্থ্য | Sahin Bangla | Views : 962790522
সমীর দাস:--কলকাতার অন্যতম নেফ্রোলজিস্ট ডাঃ প্রতীক দাস ২০০৫ সাল থেকেই কিডনি প্রতিস্থাপন শুরু করেন। এখন পর্যন্ত অন্তত ২৫০০ কিনডি তিনি সাফল্যর সঙ্গে প্রতিস্থাপন করেছেন। তিনি কলকাতা কিডনি ইনস্টিটিউটের পরিচালক ও অন্যতম শিক্ষক। বিশ্ব কিডনি দিবসের দিনে ডাঃ প্রতীক দাস ও কলকাতা কিডনি ইনস্টিটিউট উদ্যোগে কিডনি সচেতনতা র্যালি হয়। র্যালিতে 100 জন প্রতিস্থাপন রোগীর অংশগ্রহণ করেন। কিডনি প্রতিস্থাপনের পর কীভাবে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে ডাঃ প্রতীক দাস বিস্তারিত বিশ্লেষণ করেন।