Sunday 31 August 2025


দেশ

বীরভূমের পুরন্দরপুরে ইউফোরিয়া যুব গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির।

2025-02-04

বীরভূমের পুরন্দরপুরে ইউফোরিয়া যুব গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির। কলকাতার Health view Digonastic এর সহযোগিতায় এই রক্ত পরিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন সৈকত ঘোষ,রামকৃষ্ণ দাস এবং এর মতো বিশিষ্ট টেকনিশিয়ান রা । প্রায় জন মতো এই শিবিরে রক্ত পরীক্ষা করান। এই ক্লাবের সদস্যরা জানিয়েছেন যে বিগত বছরগুলিতে তাঁরা বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম চালিয়ে আসছেন, এবছরে তারা রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন। পরবর্তীকালে তাঁরা আরো বড় কোনো সামাজিক কাজকর্ম করতে চলেছেন এমনটাই ইঙ্গিত পওয়া যাচ্ছে ইউফোরিয়া যুব গোষ্ঠীর পক্ষ থেকে। ক্লাবের এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে পুরন্দরপুরের বাসিন্দারা।

বংশপরম্পরায় আজও প্রাকৃতিক নিয়মে চুন প্রস্তুত করছেন তামলিরা

2025-02-04

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার ব্যাবসার প্রতিষ্ঠিত শহর গঙ্গারামপুর শহরের ১নং ওয়ার্ডের কাদিঘাট এলাকায় দীর্ঘ ১০০ বছরের বেশি সময় ধরে বংশপরম্পরায় প্রাকৃতিক উপায়ে ঝিনুক থেকে চুন প্রস্তুত করছেন তামলি সম্প্রদায়ের ৫ পরিবারের সদস্যরা । এই সদস্যদের চুন তৈরি করে রুজিরোজগার হয় । এই তামলি সম্প্রদায়ের ৫ পরিবারের সদস্যরা ১৫-২০ হাজার টাকা আয় করলেও গ্রাম থেকে ঝিনুক সংগ্রহ করতে যে পরিমাণ টাকা খরচ হয় তাতেই তাদের প্রায় সব চলে যায়। গ্রাম থেকে ২০০ টাকা করে ঝিনুক কিনে বাড়িতে নিয়ে এসে চুন প্রস্তুত করে ৩ টাকা প্যাকেট হিসেবে বিক্রি করা হয় । এই বিষয়ে চুন প্রস্তুতকারী বিজয় তামলি ও বিমল তামলি জানান, প্রাকৃতিক ভাবে এই চুন প্রস্তুত করা এবং নানান গ্রাম থেকে নদীর ঝিনুক কিনে নিয়ে সংগ্রহ করেন এবং সেগুলো গাড়ি করে নিয়ে এসে সেখান থেকে চুন তৈরি করেন । এই চুন তৈরি করার কাজটিও বেশ খাটুনির । ২৪ ঘন্টা ধরে বড় বড় উনুনে পোড়ানো হয় । এরপর চুন তৈরি করার শেষে তাকে ছাঁকনি দিয়ে ছেঁকে আবার তাকে জল দিয়ে রেখে তিন ঘন্টা ঘোলাতে হয়। তারপর কাপড়ে ছেঁকে রাখার পর সেটি যখন আস্তে আস্তে জমতে শুরু করে তখন বিক্রির জন্য প্রস্তুত করা হয় এবং সেটিকে প্যাকেট করে গ্রামে গঞ্জে হাটে বাজারে বিক্রি করেন । এই চুন শুধুমাত্র পানে খাওয়ার জন্য বিক্রি হয় । কিন্তু বর্তমানে পাথরের চুন বাজারে ঢুকে যাওয়ায় তাদের ব্যবসা মার খেয়েছে, পাশাপাশি লাভের মুখ তারা খুব কমই দেখেছে বলে তারা জানান । সরকারি সহযোগিতা থাকার ফলে তাদের লক্ষ্মীর ভাঁড় পূর্ণ হচ্ছে বলে জানান তারা। তাই বাপ-ঠাকুরদার হাত ধরে বংশ পরম্পরায় চলে আসা তামলি সম্প্রদায়ের প্রাকৃতিক নিয়মে চুনপ্রস্তুত ব্যবসাকে টিকিয়ে রাখতে আজও কার্যত প্রাকৃতিক নিয়মে চুন প্রস্তুত করে চলেছেন ৫ টি পরিবারের সদস্যরা। তবে এই প্রাকৃতিক নিয়মের চুল প্রস্তুতের বিষয়টি যেমন লাভজনক তেমনি স্বাস্থ্যকর।

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন শেখ হাসিনা।

2024-08-05

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। সেনাপ্রধান সাংবাদিক সম্মেলন করে অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করেন। তিনি সেনাবাহিনীর ওপর ভরসা রাখার কথা বলেন। সব হত্যার বিচার হওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও সঙ্গে ছিলেন তার ছোট বোন রেহানা। সংবাদ সংস্থা জানিয়েছেন গণভবন থেকে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যাওয়ার আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু সে সুযোগ আর তার হয়ে ওঠেনি।

লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, জেনেনিন কেন এই পদটি খুবই গুরুত্বপূর্ণ ।

2024-06-26

Sahin bangla : - প্রাক্তন কংগ্রেস সভাপতি ও সাংসদ রাহুল গান্ধীকে এখন সংসদে নতুন ভূমিকায় দেখা যাবে। লোকসভায় বিরোধী দলনেতা হবেন রাহুল গান্ধী। কংগ্রেস প্রোটেম স্পিকার ভাত্রিহরি মাহতাবকে চিঠি লিখে এ বিষয়ে অবহিত করেছে। ২০১৪ সালে মোদী সরকার গঠনের পর, লোকসভার বিরোধী দলের নেতার পদটি গত ১০ বছর ধরে খালি রয়েছে। তবে এখন লোকসভায় বিরোধী দলের নেতার ভূমিকায় থাকবেন রাহুল গান্ধী। ভারতীয় গণতন্ত্রে এমন অনেক পদ রয়েছে, যেগুলিকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। এর মধ্যে বিরোধীদলীয় নেতার পদও রয়েছে। সম্ভবত এই কারণেই রাহুল গান্ধী এর জন্য প্রস্তুত। রাহুল গান্ধী ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পাবেন এবং সেই অনুযায়ী বেতন ও সুযোগ-সুবিধা পাবেন। বিরোধীদলীয় নেতার মর্যাদা রয়েছে ক্যাবিনেট মন্ত্রীর। এটি একমাত্র কারণ নয় যার কারণে এই পোস্টটিকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। লোকসভায় বিরোধী দলের নেতার পদে থাকা সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীর সমান বেতন পান এবং সেই অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পান। বিরোধীদলীয় নেতা প্রতি মাসে বেতন পান ৩.৩০ লাখ টাকা। এছাড়াও, ক্যাবিনেট মন্ত্রীর বাসভবনের স্তরের একটি বাংলো পাওয়া যায়। এছাড়া গাড়িসহ চালকের সুবিধাও রয়েছে। এছাড়া দায়িত্ব পালনে ১৪ জনের একজন কর্মী রয়েছে। প্রকৃতপক্ষে, বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অনেক যৌথ সংসদীয় প্যানেল এবং নির্বাচন কমিটিরও একজন অংশ। এর মধ্যে রয়েছে সিবিআই-এর ডিরেক্টর, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার, ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার, প্রধান তথ্য কমিশনার, লোকায়ুক্ত এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ বাছাই করে। বিরোধী দলের নেতা হিসেবে রাহুল গান্ধীর এই সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ থাকবে। এই কমিটির সিদ্ধান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর সম্মতিও প্রয়োজন হবে। রাহুল গান্ধী সিবিআই এবং অন্যান্য সংস্থাগুলি নিয়ে সরকারকে কোণঠাসা করে চলেছেন। এমতাবস্থায়, এখন এসব সংস্থার শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এর পাশাপাশি, রাহুল গান্ধী, বিরোধী দলের নেতা হিসাবে, অ্যাকাউন্টস কমিটির প্রধানও হবেন। এমতাবস্থায়, সরকারের অর্থনৈতিক সিদ্ধান্তের উপর কড়া নজর এবং সেগুলি পর্যালোচনা করতেও সক্ষম হবে। শুধুমাত্র অ্যাকাউন্টস কমিটিই সরকারি খরচ যাচাই করে, তাই রাহুল গান্ধী স্বয়ংক্রিয়ভাবে বিরোধী দলের নেতা হওয়ার পাশাপাশি এই দায়িত্ব পেতে চলেছেন।




Follow us on                  

About Us
Sahin Bangla, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Cooch Behar, Cooch Behar
Call :+91 96413 64901
WhatsApp : +91 7797659493
Email : info@sahinbangla.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 595878