Monday 23 December 2024
2024-03-14 | রাজনীতি ,, | Sahin Bangla | Views : 1248278351
ফের দুর্ঘটনার কবলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর আহত হয়েছেন তিনি। এসএসকেএম হাসপাতালে আনা হল তাঁকে। গাড়িতে চেপে ফেরার সময় তিনি আহত হন বলে জানা যায় প্রথমে। আবার একটি সূত্রে দাবি করা হয়, গাড়ি বাড়িতে ঢোকার পরই দুর্ঘটনা ঘটে বলেও জানা গিয়েছে। হাঁটতে গিয়ে পড়ে যান। হাসপাতাল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে কপাল থেকে রক্ত পড়তে দেখা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরিবারের লোকজন মমতাকে হাসপাতালে নিয়ে যান বলে খবর। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। (Mamata Banerjee Injured)