Monday 23 December 2024
2024-03-14 | রাজনীতি , | Sahin Bangla | Views : 1081986027
ভোট প্রচারে শীতলকুচিতে এলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। গতকাল কোচবিহারের কুল দেবতা মদনমোহন মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। আজ সকাল বেলা শীতলকুচিতে আসেন। শীতলখুচি বাজারে পরিক্রমা করেন তিনি। এরপর সেখান থেকে বেরিয়ে ময়নাগুড়ির জনসভার উদ্দেশ্যে রওনা দেয় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি বলেন আমি একশ শতাংশ আশাবাদী এই নির্বাচনে জয় লাভ আমার হবে। কারণ যাকে গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করেছিল পাঁচ বছরে তার দেখায় মেলেনি। আর উন্নয়ন তো দূরের কথা।