Monday 1 September 2025
2025-02-03 | রাজ্য,বিনোদন | Sahin Bangla | Views : 626916167
প্রত্যেক বছরের মতো এবছরেও বীরভূমের পুরন্দরপুরে ইউফোরিয়া যুব গোষ্ঠীর উদ্যোগে তৈরি হয়েছে ১৮ ফুটের মাতৃপ্রতিমা। এবছর এই পুজো ষষ্ঠ বছরে পদার্পণ করেছে। পূজা কমিটি এর মুল উদ্যোগতা দেবরাজ সাহা বলেন ঠাকুরের কাছে মাথা নিচু ইউফোরিয়া সরস্বতী সবার উঁচু । এই লক্ষ্যে বিগত বছরের মতো এবছরও আমরা আয়োজন করেছি বড় সরস্বতী প্রতিমা । পূজা চারদিন বিভিন্ন দূরদূরান্ত থেকে মানুষের জমায়েত হয়। প্রত্যেক বছর আমরা সামাজিক কাজকর্ম করে থাকি এবছর আমরা আয়োজন করেছি Health View ডাইগোনেস্টিক এর সহযোগিতায় বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির। আমাদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না । এবছর রাজবেশে ইউফোরিয়ার রানী মা কে নিরঞ্জন করা হবে সঙ্গে থাকবে ব্যান্ড এবং আতসবাজি।