Monday 23 December 2024
2024-03-13 | রাজনীতি , | Sahin Bangla | Views : 700506960
আজ কোচবিহারের ঐতিহ্যশালী মদন মোহন মন্দিরে পূজো দিয়ে আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করলেন আমাদের কোচবিহার লোকসভা আসনের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনীয়া মহাশয় । আজ কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেস কমিটির ডাকে কোচবিহার রবীন্দ্র ভবনে কোচবিহার ১নং (ত; প:) লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী সন্মানীয় শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহোদয়ের সমর্থনে বর্ধিতসভা এবং আগামী দিনের রাজনৈতীক রণনীতি নির্ধারণী বিশেষ এক সভায় ।জেলা তৃনমূল কংগ্রেস কমিটির উদ্যোগে কোচবিহারের মনোনীত প্রার্থী মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হলো এবং ঐক্যবদ্ধ লড়াই করবার বীজমন্ত্র নিয়ে লোকসভা ভোটে জয়যুক্ত করবার শপথ নেওয়া হয়।