Monday 23 December 2024
2024-12-11 | রাজ্য,উত্তর-পূর্ব ভারত | Sahin Bangla | Views : 1987075842
সাহিন বাংলা নিউজ: ব্যাঙ্গালোরতে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে মৃত্যু ঘটল অসমের শ্রীভূমি( করিমগঞ্জ) জেলার পাথারকান্দির অসম ত্রিপুরা সীমান্তের কাঠালতলির বাসিন্দা গোলাপ কর্মকার। মঙ্গলবার রাতে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। রাতেই অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়। গত 2 ডিসেম্বর ব্যাঙ্গালোর চান্দাপুরে সিলিণ্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। এবং আহত অবস্থায় গোলাপ কর্মকারকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে রবিবার হাসপাতালে মারা যায় সে। সেখানকার ডিভি ফাউন্ডেশনের কর্মকর্তাদের সহযোগে গতকাল রাতে মৃতদেহ কাঠালতলিতে এসে পৌছায়। এতে গোটা এলাকার সব সম্প্রদায়ের মানুষ শোকাহত।*